আসসালামু আলাইকুম,
প্রিয় ভাই ও বোন, বায়তুল মা’মুর জামে মসজিদের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া- রাহমাতুল্লাহ, আশা করি সবাইকে মহান আল্লাহ সুস্থ রাখছেন, আপনাদের সকলের কাছে আমাদের একটি বার্তা, আমাদের বসবাসরত এলাকার কাছাকাছি কোন মসজিদ নাই, আছে কিন্তু অনেকটাই দুরে অবস্থিত, আযান হলে ওজু করে গিয়ে মসজিদে জামাতে নামাজ আদায় করা সম্ভব হচ্ছেনা। তাই আমাদের এখানে একটি মসজিদ খুবই জরুরী দরকার ছিল, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও দশজনের দানের টাকা দিয়ে আমরা একটি মসজিদ নির্মাণ করার কাজ আরম্ভ করিয়াছি। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে, বর্তমানে টাকার অভাবে মসজিদটির কাজ বন্ধ রয়েছে। যদি সদকায়ে জারিয়া হিসেবে আপনার মা-বাবার নামে দান করে আমাদের মসজিদটির নির্মাণ কাজে সহযোগীতা করেন তাহলে আমরা মসজিদটির কাজ চলমান রাখতে পারবো বলে আশা রাখি, ইনশাআল্লাহ।
মানুষের মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে তার ছোট-বড় সকল আমল বন্ধ হয়ে যায়, কিস্তু সদকায়ে জারিয়া কখনও বন্ধ হয়না, সদকায়ে জারিয়া হলো মানুষ মৃত্যুর পরও সওয়াব চালু থাকবে এমন তিন প্রকার কাজ, যেসব কাজের সওয়াব কখনো বন্ধ হয় না। যেমন-
সদকায়ে জারিয়াঃ
- (০১) নির্মাণ কাজ: মসজিদ নির্মাণ করা।
- (০২) এমন ইলম: যার দ্বারা মানুষ উপকৃত হবে,
- (০৩) নেক সন্তান: মৃত্যুর পরেও যে তার মা-বাবার জন্য দোয়া করতে থাকবে।
বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে নিচে আমাদের মসজিদের বিস্তারিত দিয়ে রাখলাম। আপনার দানের টাকা সঠিক কাজে লাগছে কিনা তাহা যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ। যাচাইয়ের জন্য নিচের লিংকে ক্লিক করুন এবং যাচাই করুন। এই লিংকে ক্লিক করুন-
এই লিংকে ক্লিক করুন-
আমাদের ওয়েবসাইট: https://www.baitulmamurjamemasjid.com
আমাদের ই-মেইল: bmjmasjid1@gmail.com
আমাদের ফেইজবুক পেজ: www.facebook.com/bmjmasjid